সবাই কে শুভেচ্ছা। আমি আপনাদের সাথে আছি রিফাত।
প্রথমেই বলে নেই, আমি লেখা লেখি তে একদম ই ভাল না, এবং আমার Voice খুব ই খারাপ, সবাই বলে বাচ্চা দের মত এর পর ও আমি সাহস করে সবার উপকারে আসবে মনে করে কিছু ভিডিও রেকর্ড করেছি যেগুলো দেখে আপনারা অ্যাফিলিয়েট মার্কেটিং সম্পর্কে ভাল ধারনা পাবেন এবং কাজ সুরু করতে পারবেন। অবসর সময় এ চেষ্টা করব আরও নতুন ভিডিও করার জন্য। আর আপনার যদি ব্লগ থাকে, তাহলে আপনি আমার পোস্ট গুলো চাইলে আপনার ব্লগ এ দিতে পারেন, কিন্তু অবশ্যই “Source” হিসাবে অরিজিনাল পোস্ট এর লিঙ্ক নিচে দিয়ে দিবেন।
প্রথমেই একটা বিষয় জেনে নিন, অ্যাফিলিয়েট মার্কেটিং কি আপনার জন্য ভাল হবে কিনা। আফিলিয়ায়েট মার্কেটিং এ ভাল করার জন্য আপনার অবশ্যই অবশ্যই অবশ্যই ইংরেজি তে ভাল দক্ষতা থাকতে হবে। সহজ ভাবে বলা যায় – বাংলায় বললে যেভাবে বুঝেন, ইংরেজি ও একই ভাবে বুঝতে হবে, আর আপনি যেভাবে আপনার মনের ভাব বাংলায় লিখে প্রকাশ করতে পারেন – ঠিক সেভাবে আপনার ইংরেজি তেও লিখতে পারতে হবে। Spoken এর কোনো দরকার হয় না, কিন্তু বুঝতে ও লিখতে পারতে হবে। যদি খুব বেশি ভাল না হয়, মোটামটি কাজ চালানর মত ভাল হয়, তাহলে আপনি ইংরেজি তে দক্ষ লোক হায়ার করে কাজ চালিয়ে নিতে পারবেন। আর আপনার অবশ্যই আন্তত আনলিমিটেড ১ এমবি ইন্টারনেট দরকার হবে। আর আপনার যেকোনো Skill যেমন HTML, CSS, SEO, SMM, Article Writing, Marketing অথবা যেকোনো ভাল Skill থাকলে আপনি সহজে বেশি ভাল করতে পারবেন। আপনি যদি একজন Freelancer হন, তাহলে আরও সহজ মনে হবে আপনার কাছে। আর একটা বিষয় – অন্তত ৩-৪ মাস লেগে থাকার পর আস্তে আস্তে আপনি ভাল করবেন, যদি সফলতা না পাওয়া পর্যন্ত কাজে লেগে থাকার মত মন মানসিকতা আপনার না থাকে, তাহলে আপনি এখানে ভাল করতে পারবেন না।
আর কথা না বাড়িয়ে সুরু করা যাক – নিচের ভিডিও গুলো সিরিয়াল অনুযায়ী দেখেন, কোনও প্রশ্ন থাকলে নিচে কমেন্ট এ দিন, আমি যত তাড়াতাড়ি সম্ভব উত্তর দেয়ার চেষ্টা করব।
১। অ্যাফিলিয়েট মার্কেটিং কি
২। ClickSure.com মার্কেট প্লেস পরিচিতি, কিভাবে ওয়েবসাইট ছাড়া Sales Funnel & Campaign সেটআপ করে কাজ সুরু করবেন
৩। কিভাবে Instapage, Domain, Hosting ফ্রি তে ব্যাবহার করবেন
৩। ClickBank.com মার্কেট প্লেস এ কিভাবে অ্যাকাউন্ট করবেন ও কাজ করবেন
পর্ব ১ঃ
পর্ব ২ঃ
পর্ব ৩ঃ
৪। ৬ টি ফ্রি ট্রাফিক মেথড
৫। পেইড ট্রাফিক মেথড – SOLO
পর্ব ১ঃ
পর্ব ২ঃ
6. YouTube ট্রাফিক মেথড
পর্ব ১ঃ
পর্ব ২ঃ
যদি পোস্ট টি ভাল লাগে, অবশ্যই আপনার প্রিয়জন এর সাথে শেয়ার করুন। তাকে সাহায্য করুন আর কোন সমস্যা হলে কমেন্ট এ জানাতে পারেন, অথবা ফেসবক গ্রুপ এ পোস্ট করতে পারেন আমি অবশ্যই উত্তর দিব।
কিছু কমন প্রশ্ন – উত্তর
* আমি কিভাবে সুরু করতে পারি?
-> অবশ্যই সব গুলো ভিডিও দেখে ধারনা নিতে হবে প্রথম এ, এর পর একটি ভাল প্রোডাক্ট বেছে নিন প্রমোশন করার জন্য, ভাল মানের একটি ল্যান্ডিং পেইজ তৈরি করুন যেভাবে আমি দেখিয়েছি, যদি ভাল মানের ল্যান্ডিং পেইজ তৈরি করতে না পারেন, তাহলে fiverr.com , oDesk.com , eLance.com থেকে যে কাওকে দিয়ে করিয়ে নিতে পারেন। মনে রাখতে হবে, ভাল মানের ল্যান্ডিং পেইজ ছাড়া আপনি সেল পাবেন না।
* কিভাবে InternetBS থেকে ফ্রি ডোমেইন নিব?
-> সেই অফার টি এখন আর নেই, এখন আমি এই পেইজ এর ৩ নাম্বার ভিডিও তে যেভাবে দেখিয়েছি সেভাবে ফ্রি Domain, Hosting নিতে পারবেন। তবে ভাল হবে যদি একটি ডোমেইন কিনে নিতে পারেন।
* আমি কত টাকা আয় করতে পারব?
-> কাজ সুরু করার আগে আয় করার চিন্তা করলে শিখতে পারবেন না, আর না শিখলে আয় করতে পারবেন না। সুতরাং কত আয় করতে পারবেন, এই চিন্তা বাদ দিয়ে কাজ করা সুরু করেন, কাজ শিখে গেলে আয় এর অভাব হবে না।
* আপনি কত দিন কাজ করেন?
-> আমি ৭ বছর এর বেশি সময় ধরে কাজ করছি, আমার সম্পর্কে আর জানতে চাইলে আমার পারসোনাল সাইট ভিসিট করতে পারেন।
* আপনি কি ট্রেইনিং করান অথবা সরাসরি শিখান?
-> না আমি শিখাই না, এবং আমার কোন ট্রেইনিং একাডেমী ও নেই, তবে যারা প্রফেশনাল ভাবে অ্যাফিলিয়েট মার্কেটিং শিখতে চান, তাদের জন্য আমি একটি Advance Video Training Series করেছি। বিস্তারত জানার জন্য এই লিঙ্ক এ ক্লিক করুন।